Tuesday, 21 October 2014

আকাশ যখন নীল্

বুড়ো শিবমন্দির তলার ঘুপচি গলি থেকে দিগন্ত রেখা ছুঁয়ে পাহাড় চুঁড়ায় ওঠে মন প্রায় প্রতিদিন আমি কিন্তু ওই গলিতেই আবদ্ধ অথচ জীবনের সব গান গাই গুনগুনিয়ে আঁকি দিনলিপি বারবার ভিজে জামাকাপড় ছাতে মেলে দিতে গিয়ে দেখি  হিমালয় আকাশ যখন নীল্ মেঘ যখন বলাকার পাখনা ছবির মত পরিস্কার দেখতে পাই পাহাড়ের কোলে  টিনের ছাতে সূর্য কণার বিচ্ছুরণ সাগর থেকে একটু উঁচুতে  তরাই -এর অবস্থান বৈশিষ্ঠ এমনি মাটি তে যখন রাতের অন্ধকার, অথচ আকাশ নীল্, দেখতে পাই টিম-টিম আলোকমালা বিদ্যুত যখন স্বাভাবিক অনু ভব আসে আসে টয় ট্রেন তিনধারিয়ার সেই হারিয়ে যাওয়া শব্দ যদিও এখন এখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন

No comments:

Post a Comment