বুড়ো শিবমন্দির তলার ঘুপচি গলি থেকে দিগন্ত রেখা ছুঁয়ে পাহাড় চুঁড়ায় ওঠে মন । প্রায় প্রতিদিন । আমি কিন্তু ওই গলিতেই আবদ্ধ । অথচ জীবনের সব গান গাই । গুনগুনিয়ে । আঁকি দিনলিপি । বারবার । ভিজে জামাকাপড় ছাতে মেলে দিতে গিয়ে দেখি হিমালয় । আকাশ যখন নীল্ । মেঘ যখন বলাকার পাখনা । ছবির মত । পরিস্কার । দেখতে পাই পাহাড়ের কোলে টিনের ছাতে সূর্য কণার বিচ্ছুরণ ।সাগর থেকে একটু উঁচুতে তরাই -এর অবস্থান ও বৈশিষ্ঠ এমনি । মাটি তে যখন রাতের অন্ধকার, অথচ আকাশ নীল্, দেখতে পাই টিম-টিম আলোকমালা । বিদ্যুত যখন স্বাভাবিক । অনু ভব আসে। আসে টয় ট্রেন । তিনধারিয়ার সেই হারিয়ে যাওয়া শব্দ । যদিও এখন এখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ।
No comments:
Post a Comment