Saturday, 18 October 2014

।।ঠকে গিয়েও হাসছি।।



খুচরো পয়সার অভাব নিত্য সমস্যা
- এ আর নতুন কথা কি
এই নিয়ে নিত্য বিবাদ
- নতুন কথা কি
সমস্যা মেটাতে ব্যাঙ্ক এ ভেন্ডার মেশিন
আর প্রায় দিন অচল থাকার নোটিশ
- নতুন কথা কি

বাঁশবাড়ির কার্তিক পূজার মেলায়
চটপটিওয়ালা রাম কানাই-র ঠকে
যাওয়ার গল্পও বহুদিনের

পাড়ার দুষ্টুরা দুটো পঞ্চাস পয়সাকে
জোড়া লাগিয়ে পাঁচ টাকার কয়েন বানিয়ে
দিয়েছিল রাতের ভিড়ে

সেই পুরনো গল্পের নতুন রূপ
খুঁজে পেলাম আজ

লন্ড্রিতে বকেয়া মেটাতে গিয়ে দেখি
পকেটে স্বর্ণ মুদ্রার আদলে তৈরি
ভারতীয় পাঁচের পিঠে শুন্য

হতবাক আমি খানিক পরে বুঝি
গত কাল রাতে উত্তরকন্যা  স্টপে  
নামার সময় পরিচিত অটো চালক
ঠকিয়েছে আমায়

মনে পড়ছে তার হাসি মুখ
ঠকে গিয়েও হাসছি  আমি
এখনও  পদ্যের ছন্দে

পাঁচের বদলে ফিফটি সেন্টস পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
অশোক স্তম্ভ'র বদলে একটা
বুহিনিয়া ফুলের ছবি পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
ইন্ডিয়ার বদলে হংকং পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
চাইলে দেখাবো দেবনা কাউকে
টাক-ডুমা-ডুম-ডুম... 

No comments:

Post a Comment