Friday 31 October 2014

পরিবর্তন নেই


তীব্র যন্ত্রণার প্রকাশ দেখলাম আজ  আগেও দেখেছি বহুবার  যখন চিনতামনা

এখনো   জানিনা ওর যন্ত্রণার কথা  কথা বলার সুযোগও আসেনি কোনো দিন 

খবরের কাগজে ওর ছবি দেখে জেনেছিলাম  নাম তার  ধীরেন | ধীরেন পাগলা 

বহুদিন আগে দেখেছিলাম সেই  রিক্ত জীর্ণ ধীরেনকে|  কাস্তে হাতে | নিজের পথকেই প্রতিপদে কাস্তে দিয়ে মারতে মারতে যায়  সঙ্গে তীব্র ক্ষোভের প্রকাশ
 
বলেছিলাম - জাতে মাতাল তালে ঠিক   মারছে দ্যাখো এমন ভাবে যেন কাস্তের ধার নষ্ট নাহয়
 
কথা শুনে প্রতিবাদী উক্তি - জীবনের তীব্র ব্যথা নাথাকলে এভাবে মানুষ পথ চলে না 
কথা শুনে চুপসে ছিলাম আমি  

আজ হঠাত দেখি তার সেই রূপ 

ধীরেন পাগলা ওই একই রাস্তায় ঘাড়ের গামছা দিয়ে রাস্তাকে পেটাতে পেটাতে চলেছে   প্রতিহিংসার বিস্ফোরণ যেন  বেশ করে একটা অন্যায় কে বা হত্যাকারীকে দিচ্ছে শাস্তি  সর্বশক্তির নিক্ষেপ প্রতিপদে    প্রতিহিংসায়

এই দৃশ্য প্রায় দিন  বিকেল বেলা  হয় পূবে নয় পশ্চিমে   সেই অর্থে  পরিবর্তন নেই  পরিবর্তন বলতে কাস্তের বদলে আজ নোঙরা গামছা 
অথচ সেদিন ওছিলো কত ধীরশান্ত  ধীরেন পাগলার   থিতু হয়ে বাড়ি ফেরা 
ক্যামেরা বন্দী সেই দৃশ্য আজও  মনে আছে  
পশ্চিমে মহানন্দাকে পিছনে রেখে এগিয়ে চলছে ধীরেন. সূর্য ডুবলো বলে পাহাড় ঘেঁসে নদীর কোণে 
বাম  কাঁধে তিন কাঠি মাছ ধরা জাল
রাস্তা থেকে কুড়িয়ে  নেওয়া আধ পচা পাকা আম খেতে খেতে বাড়ি ফেরা |
খবরের কাগজে ছাপা হয়েছিল সেই ছবি  

Thursday 30 October 2014

চল যাই মহাকাশে


দীপান্বিতার কাছ থেকে একটু শব্দ বাজি আর দীপাবলীর আলো ধার নিয়ে রেখেছ কি ?
কালের ঘন কালো অমাবস্যার অন্ধকারের মধ্যে তুবড়ির  সহস্র তারা  আজ খুব জুরুরী ।
সমালোচকদের ধারধেরনা ।
ওটা নিয়ে যত্ন করে রাখো।
নতুন তারার জন্ম দিতে হবে।
মহাকাশে আজ কালো গহবর নতুন নক্ষত্র জন্ম হতেই দিচ্ছে না ।

চল যাই দীপান্বিতার কাছ থেকে একটু শব্দ বাজি আর দীপাবলীর আলো ধার নিয়ে আসি ।
চল যাই  মহাকাশে তুবড়ি ফাটাই।

Thursday 23 October 2014

অভিধানে নেই তুমি



থানার সামনে ধর্না দিয়ে আছি
পুলিশ অভিযোগ নিচ্ছেনা
কারণ হারিয়ে যাওয়া বস্তুটির নাম
প্রেম
যা পুলিশের অভিধানে নেই
আমার অভিযোগে লেখা -
শুধু প্রেম হারিয়েছে আমার জীবনরেখায়|

রানীডাঙ্গার  চলন্ত প্রেম
হারিয়ে গেল  রাঙ্গাপানি স্টেশনে

প্রেম হলনা নিজবাড়ি রেলইস্টিশনে| 

Tuesday 21 October 2014

আকাশ যখন নীল্

বুড়ো শিবমন্দির তলার ঘুপচি গলি থেকে দিগন্ত রেখা ছুঁয়ে পাহাড় চুঁড়ায় ওঠে মন প্রায় প্রতিদিন আমি কিন্তু ওই গলিতেই আবদ্ধ অথচ জীবনের সব গান গাই গুনগুনিয়ে আঁকি দিনলিপি বারবার ভিজে জামাকাপড় ছাতে মেলে দিতে গিয়ে দেখি  হিমালয় আকাশ যখন নীল্ মেঘ যখন বলাকার পাখনা ছবির মত পরিস্কার দেখতে পাই পাহাড়ের কোলে  টিনের ছাতে সূর্য কণার বিচ্ছুরণ সাগর থেকে একটু উঁচুতে  তরাই -এর অবস্থান বৈশিষ্ঠ এমনি মাটি তে যখন রাতের অন্ধকার, অথচ আকাশ নীল্, দেখতে পাই টিম-টিম আলোকমালা বিদ্যুত যখন স্বাভাবিক অনু ভব আসে আসে টয় ট্রেন তিনধারিয়ার সেই হারিয়ে যাওয়া শব্দ যদিও এখন এখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন

দুটো মন

দুটো শিশুর দুটো হাত সেদিন ছিল দু'রকম
অথচ দুটো মন-ই ছিল একই রকম চনমনে
জন্মের পর থেকে আজও এই শহরে
যদিও অজানা ছিল বীর্যের ঠিকানা
দৃশ্য - এক
হঠাত দ্যাখা বন্ধু বলল , দাঁড়াও একটু
সিগারেট খাব একসাথে
শনিবারের ব্যস্ত হিলকার্ট রোড চলছে
আপন বেগে
একটু পরে সিগারেট-এ জ্বলন্ত সিগারেট
ছুঁতেই এক নতুন দৃশ্যের জন্ম
সামনে একটা শিশু হাত মুহুর্তেই ভিক্ষাপাত্র
আবার দ্যাখা মাত্রই লজ্জ্বার হাসি এক পাক ঘুরে
প্রায় মিশে যায় মাটির সাথে
- ভিক্ষাবৃত্তির শিক্ষানবীশ শিশু
এ এক অন্য শিশু শ্রম
ততক্ষনে এগিয়ে গিয়েছে মা
অনেক না বলা কথা
দৃশ্য - দুই
এরপর হাসমিচকে
দীর্ঘ প্রতীক্ষার পর
অটোতে ঘরে ফেরা
নিয়মিত ট্রাফিক জ্যাম
চলন্ত শব্দ আর বায়ু দূষণ
উপেক্ষা করে
তখনও লাল বাতি সবুজ হতে বাকি
দেখি মায়ের কোলে বসে শিশু বা-হাত
নাড়িয়ে তাক লাগাচ্ছে সকলকে
ওরা ছিল চারজন এদটি দ্বিচক্রযানে
আমরা সবাই দেখছি তার
আপন খেলা সৃষ্টি

Saturday 18 October 2014

।। 'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে' ।।


এখন যে কথার চল:
মুখ খুলেছে না 
বেশ কিছুদিন ধরে খুলছে না
- কাল খুলেছে একটু
ফেইসবুক এ আছে কিছু কথা
- এখন কিছু বেফাঁস না বলাই ভালো
- হঠাত করে সাজানো বলবে নাকি আবার !
-না না শুধুই ভাবছে অবশেষে কি বলবে
-সব কিছু নিয়ে ফেঁসে আছে
-মুখ খোলার মুখ আর কোথায়
- সবই মুখোশ
এখন যে কথার চল:
- বুদ্ধের সেই কথা মনে আছে
- বলার পর দিনই পালটি
- বিমানের বমারু গাল দুটো !
- গণশক্তিও মিথ্যে
- মিথ্যে!
- হতাশায় ম্লান শাসক নেতারাও
বলছে বুদ্ধের সেই কথা
কিন্তু পাল্টা রাস্তা নেই পালাবার
এখন যে কথার চল:
হুদহুদ নিয়ে কি খবর
হলো এখানে কিছু যাত্রা বাতিল ছাড়া
- সান্দাকফু ?
- বাঁচিয়ে দিয়েছে
হাওয়াই চটির যাত্রা ভঙ্গের আগে
-সম্ভব ছিল!
হুদহুদ ই কারণ ?
- আরে না না কারণ অনেক আছে
নিয়া নিয়ে
মিঞা বিবি গোলাম
সব মায়ের ভোগে
'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে'
মানুষ যেমন ছিল তেমনই আছে
এখন যে কথার চল:
এবার মা কিন্তু পুরো ফাঁকি দিল
রেশন এ কিসসু নেই
না পুজোর আগে বা পরে
কুরবানী তেও কিছু নেই
'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে'
আসলে মাথা কাজ করছে না
শেষ কথা :
- আর চলবে না
- কিন্তু আসবে কে ?
সেটাই দেখতে হবে। ........

|| ফলস্বরূপ ||


রক্তচক্ষু দেখে আসছি প্রায়
বত্রিশ বত্রিশ বছরেও পার
কিন্তু আজ যা দেখছি 
বেদনার রং কেও হার মানায়
ফলস্বরূপ লাগাতার তদন্ত ও জিজ্ঞাসার
রেখা ছুঁয়ে যায় মুখোশ থেকে মুখোশের
আড়ালে
তৈরী শিল্প ভাঙ্গে শিল্পী বিপ্লবী
নেতা অভিনেতা অভিনেত্রী
এমন কি সর্বময় নেত্রী!

।।ঠকে গিয়েও হাসছি।।



খুচরো পয়সার অভাব নিত্য সমস্যা
- এ আর নতুন কথা কি
এই নিয়ে নিত্য বিবাদ
- নতুন কথা কি
সমস্যা মেটাতে ব্যাঙ্ক এ ভেন্ডার মেশিন
আর প্রায় দিন অচল থাকার নোটিশ
- নতুন কথা কি

বাঁশবাড়ির কার্তিক পূজার মেলায়
চটপটিওয়ালা রাম কানাই-র ঠকে
যাওয়ার গল্পও বহুদিনের

পাড়ার দুষ্টুরা দুটো পঞ্চাস পয়সাকে
জোড়া লাগিয়ে পাঁচ টাকার কয়েন বানিয়ে
দিয়েছিল রাতের ভিড়ে

সেই পুরনো গল্পের নতুন রূপ
খুঁজে পেলাম আজ

লন্ড্রিতে বকেয়া মেটাতে গিয়ে দেখি
পকেটে স্বর্ণ মুদ্রার আদলে তৈরি
ভারতীয় পাঁচের পিঠে শুন্য

হতবাক আমি খানিক পরে বুঝি
গত কাল রাতে উত্তরকন্যা  স্টপে  
নামার সময় পরিচিত অটো চালক
ঠকিয়েছে আমায়

মনে পড়ছে তার হাসি মুখ
ঠকে গিয়েও হাসছি  আমি
এখনও  পদ্যের ছন্দে

পাঁচের বদলে ফিফটি সেন্টস পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
অশোক স্তম্ভ'র বদলে একটা
বুহিনিয়া ফুলের ছবি পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
ইন্ডিয়ার বদলে হংকং পেলাম
টাক-ডুমা-ডুম-ডুম
চাইলে দেখাবো দেবনা কাউকে
টাক-ডুমা-ডুম-ডুম...