থানার সামনে ধর্না দিয়ে আছি
পুলিশ অভিযোগ নিচ্ছেনা
কারণ হারিয়ে যাওয়া বস্তুটির নাম
প্রেম
যা পুলিশের অভিধানে নেই
আমার অভিযোগে লেখা -
শুধু প্রেম হারিয়েছে আমার জীবনরেখায়|
রানীডাঙ্গার চলন্ত প্রেম
হারিয়ে গেল রাঙ্গাপানি স্টেশনে
প্রেম হলনা নিজবাড়ি রেলইস্টিশনে|
No comments:
Post a Comment