Thursday, 30 October 2014

চল যাই মহাকাশে


দীপান্বিতার কাছ থেকে একটু শব্দ বাজি আর দীপাবলীর আলো ধার নিয়ে রেখেছ কি ?
কালের ঘন কালো অমাবস্যার অন্ধকারের মধ্যে তুবড়ির  সহস্র তারা  আজ খুব জুরুরী ।
সমালোচকদের ধারধেরনা ।
ওটা নিয়ে যত্ন করে রাখো।
নতুন তারার জন্ম দিতে হবে।
মহাকাশে আজ কালো গহবর নতুন নক্ষত্র জন্ম হতেই দিচ্ছে না ।

চল যাই দীপান্বিতার কাছ থেকে একটু শব্দ বাজি আর দীপাবলীর আলো ধার নিয়ে আসি ।
চল যাই  মহাকাশে তুবড়ি ফাটাই।

No comments:

Post a Comment