Saturday 25 May 2013

স্মৃতি ল্যাম্প

স্মৃতি ল্যাম্প

-   মানসরঞ্জন বন্দ্যোপাধ্যায় 

নিশুতি রাতের এলইডি ল্যাম্প
তার আলোয় আমি
বিপ্লব করব ভাবছি
ঘরে বসে একা
সারাদিন পর

সেই সময়
একটি  গুবরে পোকা
লাম্পে ধাক্কা খেয়ে
বেসামাল
মসৃন মেঝেতে যেন  উল্টানো কাছিম
-   আগের রাইটার্স
চারহাত দিয়ে   জীবন বাঁচান
লড়াই করছে আধিকারিক  প্রাণ
দেখি  হাসি
স্বার্থপরের মত
তাকে নিয়ে ছবি আঁকি

অনেকক্ষণ পর দেখি
 ঘরে নেই
মনে মনে তখনও  খুব স্মৃতিকে দেখি
II

Saturday 11 May 2013

রোজগার কথা






রোজগার কথা
-   মানসরঞ্জন বন্দ্যোপাধ্যায়



ক্লান্তি ছাড়া নতুন কোনো খবর
নেই আজনেই কাজের চাপ

অপেক্ষায় আছিস্বজন আসবে ঘরে
আবার ভাবছি - আসবেকি!

শহরে ট্রাফিক জ্যাম
নিত্যদিন, ...আজও
যখন অবসর আমার
এক মাগ চা নিয়ে জানলা
দিয়ে  বিকেল দেখি

 সোহাগ সোহাগী দেখি সংগ্রামী
বেশ ভালো আছে ...
ওরা চড়ুই
আমার ঘরের কোণে থাকে
প্রেরণা দেয় , শেখায়
ধুলো বালি কাদা মেখে স্নান

এভাবেই ক্লান্তি দূর
রবি থেকে শুক্র একচক্র রেখায়
আবার ক্লান্তি আবার ক্ষমা
নিজেকে
খাতা কলম নিয়ে কাটি বার বার
হিজিবিজি কবিতার কথা

... প্রেম মানে দুটো লিঙ্গের উদলা
হয়ে কিছু কথা বলা নয়
দুটো মনের দিগন্ত রেখা ছুঁয়ে
এক কক্ষপথে জীবন
তারপর রূপান্তর...

তারপর কাটি বারবার
লোকে পাগল বলবে ভয়
আবার কাটি , ভাবিলিখি
ভালবাসা কে দাঁড় করাই
... মালটা দাঁড়ায় না

প্রকাশ্যে তোমায় দেখি চিরন্তন
কালো চুলে একটু  বাদামী রং
ক্লিপ ইদানিং ফ্যাশন

নির্জনরাত একজোড়া প্রাণ স্পন্দন 
তোমার ছবি...

সত্যিই  স্বজন এলোনা তখনও

এল  সন্ধাকিছু নারীর নাম
হাই তুলে সিগারেট- ধুনো দিই
টুল টেনে বসিভাবি পুরনো
কবিতাটা রিফ্রেশ করি

না থাকওটাকে পচাই আরও

ডিভোর্স দিইনি আজও
ভালবেসে আছি মোবাইল
কবিতা শোনাব তোমায়
জয় গোস্বামীর
আমি এথেলবাড়ি  যাব  ...

না,  ভালো লাগছেনা বরং
ওই বৃদ্ধের মিষ্টি হাসি
কথায় আঁকি -   রোজগার কথা


বৈশাখী মেঘের নিচে কামরাঙ্গা
গঞ্জবাজার পাশে রেল লাইন
অন্যের খুঁটিতে হেলান
তিন মাথা এক্করে এক বৃদ্ধ
গুনছে পায়ে পায়ে সকাল সময়

তখনও সামনে
স্টিলের  গামলায় একটি কচি লাউ
অধীর আলোচনা চিট চিট  ফান্ড
চারিদিকে ফিরে পাওয়ার আশা
চিটে গুড়ে ভাসে  মৌমাছির ভনভন

চোখের সামনে দশ টাকার নোট
নাচছে ক্রেতার  তর্জনী-মধ্যমার ফাঁকে
তবু স্থির বুড়ো মন
চোখে ভাবনা চাওয়া পাওয়া
থেকে বাড়ির উঠোনে বাহান    

সে এক অদ্ভুত দৃশ্য

পলকে   বৃদ্ধ  মাথায় গামলা তুলে 
গামছায় পিছন ঝেড়ে সটান ছুট
যখন একশ দিনের কাজ অজানা 

এরপর গোঁসাই বলে ডাক
কত হলো গোঁসাই ?

পিছু ফিরে উত্তরে ফোকলা হাসি
-  তিন পনের পয়তাল্লিশ

যাও গোঁসাই যাও
 মিষ্টি কিনে বাড়ি যাও

মিষ্টি কথার গামলা  মাথায়
রেলপথ ধরে হেঁটে যায়  গোঁসাই ...





Saturday 4 May 2013

একক শিস


এক  শিস
--নীরাজনা   

নন্দিনী এসেছে আজ বহুদিনপর
সব অভিমান ভুলে

- ফেসবুক-র দেয়ালে লেখা!

"দেয়াল ভেঙ্গে  যাব
আমি তোমার কাছে"

- চার্মিং !
 মানে নন্দিনী

এই মুহুর্তে কেউ একজন
সেই  কথাটাই ভাবছে

জল যৌবন দুটোই আছে
তোমার ... কমেন্ট ...


নন্দিনী আজ  হাতে নিয়েছে 
বৈরাগী রং তুলি
আঁকে  ওই বুলবুলির ছবি

একদা ক্লান্ত নীড়
ভাঙ্গা সুখ
পাখি যেমন ঠিকানা বদলায়
চাঁপা গাছের ডাল ছেড়ে
আঁতা গাছের ফাঁকে

নন্দিনী আজ  একক

ইদানিং
সন্ধে নামার একটু আগে
শুধু শিস দেয় ওই বুলবুলি পাখি 
কালবৈশাখী' পর
একা  থাকার  শিস

...আমি যাব  তোমার কাছে

ভেবেছি


 ভেবেছি

ভালোবাসা বেচে দিয়ে 
একদিন পালিযে যাব ভিনদেশে 
আজন্ম প্রেমিক প্রেমিকা রেখা 
পথ  ওভাবে চেয়ে থেকোনা 
আমার জন্য , ইতি ... 





মিসড কল

আমি মিসড কল দিলে
মিসড কল দেয় সে 
এরপর  স্মর
জন্মায় অভিমান 
আরও একটা মিসড কল
চলতে থাকে...
হারানো ভালবাসা
তোমার আমার ছায়াপথ





স্মর


স্মর
--নীরাজনা   

ইচ্ছে করেই মিথ্যে বলেছি  সেদিন
পূর্বাভাস বদলে দিয়ে
মিথ্যে দিয়েই  পথের সাহস দান 

স্বীকারোক্তি আজ , সাফল্যের পর
- অন্ধের মতো  তোমায় যে ভালবাসি

ভালো লাগছে  তাই
-         অচেনার এক আনন্দ পেলে তুমি

Wednesday 1 May 2013

দৃশ্য পরিবর্তন


দৃশ্য পরিবর্তন

নীরাজনা

সেদিন এক রাতে দিন গুনি
কাগজে দেখি বিজ্ঞাপন
তিনি হাসছেন , বলছেন
অনেক কথা
- হ্যাপি ইস্টার

তার দিন কয়েক পর
দেখি সুদীপ্ত মৃত

দেখি বাকযুদ্ধ রাজনীতি
ভাবি অন্য কথা ও কবিতা

ছিল আই পি এল
চোখের মনিতে তাঁর
সেই হ্যাপি ইস্টার
রঙ্গিন আলোয় উদ্বাহু
মোদের ব্র্যান্ড আম্বাসাড র

নেই শাহবাগ
অবিভক্ত স্মৃতিকণা বাংলার

ছিল স্বাভাবিক পুলিশ'র লাঠি চার্জ
অসত্য ভাষণে উভয়ের ক্ষোভ
চার্জ শিট-এ মনগড়া কথা
অভিযোগ আই পি সি ধারা

এরপর দিল্লি হিল্লি, আরও দেখা
আরও অপেক্ষা টিভির
পর্দায় অন্যছবি - শুধুই দৃশ্য পরিবর্তন

যেমন হারিয়ে যাওয়া
ইস্টার হাসি
- নার্সিং হোম-এ লুটুপুটি

এর পর ভূস্বর্গে অন্য ছবি
সুদীপ্ত ধৃত, সঙ্গে দেবযানী

সুদীপ্ত লাল মোমবাতি
এক হাওয়াতে নিভুনিভু

আবার উদয় ক্ষোভ মিছিল
গেল গেল ছ্যা ছ্যা রব
অর্থনীতির কোমর ভাঙ্গা লড়াই