স্মৃতি ল্যাম্প
- মানসরঞ্জন বন্দ্যোপাধ্যায়
নিশুতি রাতের এলইডি ল্যাম্প
তার আলোয় আমি
বিপ্লব করব ভাবছি
ঘরে বসে একা
সারাদিন পর
সেই সময়
একটি গুবরে পোকা
লাম্পে ধাক্কা খেয়ে
বেসামাল
মসৃন মেঝেতে যেন উল্টানো কাছিম
- আগের রাইটার্স
চারহাত দিয়ে জীবন বাঁচান
লড়াই করছে আধিকারিক প্রাণ
দেখি হাসি
স্বার্থপরের মত
তাকে নিয়ে ছবি আঁকি
অনেকক্ষণ পর দেখি
ও ঘরে নেই
মনে মনে তখনও খুব স্মৃতিকে দেখি
II
No comments:
Post a Comment