Saturday, 4 May 2013

ভেবেছি


 ভেবেছি

ভালোবাসা বেচে দিয়ে 
একদিন পালিযে যাব ভিনদেশে 
আজন্ম প্রেমিক প্রেমিকা রেখা 
পথ  ওভাবে চেয়ে থেকোনা 
আমার জন্য , ইতি ... 





মিসড কল

আমি মিসড কল দিলে
মিসড কল দেয় সে 
এরপর  স্মর
জন্মায় অভিমান 
আরও একটা মিসড কল
চলতে থাকে...
হারানো ভালবাসা
তোমার আমার ছায়াপথ





No comments:

Post a Comment