দৃশ্য পরিবর্তন
নীরাজনা
সেদিন এক রাতে দিন গুনি
কাগজে দেখি বিজ্ঞাপন
তিনি হাসছেন , বলছেন
অনেক কথা
- হ্যাপি ইস্টার
তার দিন কয়েক পর
দেখি সুদীপ্ত মৃত
দেখি বাকযুদ্ধ রাজনীতি
ভাবি অন্য কথা ও কবিতা
ছিল আই পি এল
চোখের মনিতে তাঁর
সেই হ্যাপি ইস্টার
রঙ্গিন আলোয় উদ্বাহু
মোদের ব্র্যান্ড আম্বাসাড র
নেই শাহবাগ
অবিভক্ত স্মৃতিকণা বাংলার
ছিল স্বাভাবিক পুলিশ'র লাঠি চার্জ
অসত্য ভাষণে উভয়ের ক্ষোভ
চার্জ শিট-এ মনগড়া কথা
অভিযোগ আই পি সি ধারা
এরপর দিল্লি হিল্লি, আরও দেখা
আরও অপেক্ষা টিভির
পর্দায় অন্যছবি - শুধুই দৃশ্য পরিবর্তন
যেমন হারিয়ে যাওয়া
ইস্টার হাসি
- নার্সিং হোম-এ লুটুপুটি
এর পর ভূস্বর্গে অন্য ছবি
সুদীপ্ত ধৃত, সঙ্গে দেবযানী
সুদীপ্ত লাল মোমবাতি
এক হাওয়াতে নিভুনিভু
আবার উদয় ক্ষোভ মিছিল
গেল গেল ছ্যা ছ্যা রব
অর্থনীতির কোমর ভাঙ্গা লড়াই
No comments:
Post a Comment