Saturday, 27 April 2013

ইচ্ছে মুখোশ


ইচ্ছে মুখোশ

- নীরাজনা 

অভিনয় করতে ইচ্ছে করছে খুব 
মা মাটি মানুষ ও নানা চরিত্রে 

রিপোর্টার-এর অভিনয় আর  নয়  
এখানে আরও নয়
সারদা কান্ড পড়ছি  মনদিয়ে 

বছর পেরিয়ে গেল চা বাগানে 
তবু মহানগর যাওয়া হলোনা 


এমন কোনো পথ বা পথিক 
কেউ নেই এখন মহানগর-এ
আমার জন্য
ভালবাসা - মদের গ্লাস্-এ তলানি     

সাহস করে একটু আধটু বলেছি 
পরিচিত দু'এক জনকে -  'পথ দেখাবে'
যাদের ইচ্ছে মুখোশ সহজে
ইচ্ছে মতো মিষ্টি কথার চুমুক   

চরিত্র গুলো কে চিনতে পারিনি 
অভিনয়ের আগে 

অভিনয় করতে ইচ্ছে করছে খুব 
সাদা কালো রং-এ 

একটা গলি থেকে রাজপথ খুঁজতে 
মুখোশ চাই...  চাই  অভিনেতা
- পথ  চেনাবার   পথিক  

মহানগরে  মুখোশ হতে ইচ্ছে করছে খুব 

No comments:

Post a Comment