একক শিস
--নীরাজনা
নন্দিনী
এসেছে আজ বহুদিনপর
সব
অভিমান ভুলে
- ফেসবুক-এর দেওয়ালে
লেখা!
"দেয়াল
ভেঙ্গে যাব
আমি
তোমার কাছে"
- চার্মিং
!
মানে নন্দিনী
এই
মুহুর্তে কেউ একজন
সেই কথাটাই
ভাবছে
জল
যৌবন দুটোই আছে
তোমার
... কমেন্ট ...
নন্দিনী
আজ হাতে
নিয়েছে
বৈরাগী
রং তুলি
আঁকে ওই
বুলবুলির ছবি
একদা
ক্লান্ত নীড়
ভাঙ্গা
সুখ
পাখি
যেমন ঠিকানা বদলায়
চাঁপা
গাছের ডাল ছেড়ে
আঁতা
গাছের ফাঁকে
নন্দিনী
আজ একক
ইদানিং
সন্ধে
নামার একটু আগে
শুধু
শিস দেয় ওই বুলবুলি পাখি
কালবৈশাখী'র পর
একা থাকার শিস
...আমি
যাব তোমার
কাছে
No comments:
Post a Comment