Saturday, 18 October 2014

।। 'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে' ।।


এখন যে কথার চল:
মুখ খুলেছে না 
বেশ কিছুদিন ধরে খুলছে না
- কাল খুলেছে একটু
ফেইসবুক এ আছে কিছু কথা
- এখন কিছু বেফাঁস না বলাই ভালো
- হঠাত করে সাজানো বলবে নাকি আবার !
-না না শুধুই ভাবছে অবশেষে কি বলবে
-সব কিছু নিয়ে ফেঁসে আছে
-মুখ খোলার মুখ আর কোথায়
- সবই মুখোশ
এখন যে কথার চল:
- বুদ্ধের সেই কথা মনে আছে
- বলার পর দিনই পালটি
- বিমানের বমারু গাল দুটো !
- গণশক্তিও মিথ্যে
- মিথ্যে!
- হতাশায় ম্লান শাসক নেতারাও
বলছে বুদ্ধের সেই কথা
কিন্তু পাল্টা রাস্তা নেই পালাবার
এখন যে কথার চল:
হুদহুদ নিয়ে কি খবর
হলো এখানে কিছু যাত্রা বাতিল ছাড়া
- সান্দাকফু ?
- বাঁচিয়ে দিয়েছে
হাওয়াই চটির যাত্রা ভঙ্গের আগে
-সম্ভব ছিল!
হুদহুদ ই কারণ ?
- আরে না না কারণ অনেক আছে
নিয়া নিয়ে
মিঞা বিবি গোলাম
সব মায়ের ভোগে
'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে'
মানুষ যেমন ছিল তেমনই আছে
এখন যে কথার চল:
এবার মা কিন্তু পুরো ফাঁকি দিল
রেশন এ কিসসু নেই
না পুজোর আগে বা পরে
কুরবানী তেও কিছু নেই
'মাটি এখন রক্তের স্বাদ পেয়েছে'
আসলে মাথা কাজ করছে না
শেষ কথা :
- আর চলবে না
- কিন্তু আসবে কে ?
সেটাই দেখতে হবে। ........

No comments:

Post a Comment