Saturday, 31 May 2014

পথে


দৃষ্টি পিছনে রেখে সামনে
                 এগিয়ে চলেছি দ্রুত
যান্ত্রিক গতি টানছে আমাকে

এই রেলপথে আমার   অনেক
                         অচেনা সঙ্গী
আমার গন্তব্য সিটি অফ বিউটি

আমি নির্বাক -- বহুক্ষণ
অসংখ্য দৃশ্য আমার থেকে   দুরে 
গিয়ে  মিলিয়ে যাচ্ছে অবিরাম
কিছু দৃশ্যে  রং  তুলির টান
                           অনুভব করছি
কিছু দৃশ্য শুধুই স্থির ছবি

আজও মনে আছে কিভাবে
একে অপরকে টানছে
'টেনে' চলেছি আমরা
এই পৃথিবীর পথে

মনের টানেই মোবাইল
      বেজে উঠছে বারবার
টান ফুরোলেই সিগনাল
                       যাচ্ছে হারিয়ে
-  ট্রেনের মত থেমে যাচ্ছে জীবন

গালে হাত দিয়ে ভাবছি  সব  কথা
দৃশ্য থেমে দৃশ্যান্তর

আমাকে টানছে কর্ম ভাবনা
তোমাকে টানছে প্রেম
শরীর টানছে দ্বিতীয় পুরুষ

যখন সময় প্রায় শেষ  [ক্রমশ]

No comments:

Post a Comment