তোমার নামটা কবিতায় নিয়েছি
- ব'লে তুমি কতকিছু ভাবছো
আমি দেখছি তোমার মনন
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......
ঠিক তারপর তোমার এস এম এস
'জীবন বলে তুমি ভুল
হৃদয় বলে তুমি ভুলোনা'
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......
ফোন দেবে
চা পাতা সবুজ
হওয়ার একটু আগে
ভুলে সব কিছু
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
তোমার পৃথিবী দেখতে চাই
- ব'লে তুমি কতকিছু ভাবছো
আমি দেখছি তোমার মনন
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......
ঠিক তারপর তোমার এস এম এস
'জীবন বলে তুমি ভুল
হৃদয় বলে তুমি ভুলোনা'
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......
ফোন দেবে
চা পাতা সবুজ
হওয়ার একটু আগে
ভুলে সব কিছু
গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
তোমার পৃথিবী দেখতে চাই
No comments:
Post a Comment