বলেছিলাম ব্যালান্স চেক
করে দ্যাখো তোমার জন্য
আমার নিবেদিত প্রেম কোথায়
উত্তর আসেনি বহুদিন
একদিন দারুণ অগ্নি বাণ
- আমি পারছিনা
এই উত্তরে তুমি বুঝে নাও...
তারপরও আস্থা ছিল
বলেছিলাম বৃষ্টি এনেদেব
সত্যি বৃষ্টি এল নিয়ে মৌসম
বার্তা শান্ত মন জুন মালিয়া
তারপর কিন্তু কিছু
কাকভেজা বিরক্তি
রোদহীন দিন সূর্যহীন সন্ধ্যে
নিয়ন বাতির কাছে
বাদল পোকা ওড়ে
আর খসে পড়ে পাখনা
কেবল তার বেয়ে বিন্দুবিন্দু জল
ক্ষণিক মুক্ত ধারা এক রেখায়
হারিয়ে যায় ওদের মত
করে দ্যাখো তোমার জন্য
আমার নিবেদিত প্রেম কোথায়
উত্তর আসেনি বহুদিন
একদিন দারুণ অগ্নি বাণ
- আমি পারছিনা
এই উত্তরে তুমি বুঝে নাও...
তারপরও আস্থা ছিল
বলেছিলাম বৃষ্টি এনেদেব
সত্যি বৃষ্টি এল নিয়ে মৌসম
বার্তা শান্ত মন জুন মালিয়া
তারপর কিন্তু কিছু
কাকভেজা বিরক্তি
রোদহীন দিন সূর্যহীন সন্ধ্যে
নিয়ন বাতির কাছে
বাদল পোকা ওড়ে
আর খসে পড়ে পাখনা
কেবল তার বেয়ে বিন্দুবিন্দু জল
ক্ষণিক মুক্ত ধারা এক রেখায়
হারিয়ে যায় ওদের মত
No comments:
Post a Comment