Thursday, 29 May 2014

।। পরমছায়া ।।

।। পরমছায়া ।।
একটি ছায়াগাছের খোঁজে আছি বহুদিন 
তোমার মত 
দেখেছি চারিদিকে অনেক গাছ 
অনেক ছায়াগাছ চা বাগিচায় 
হেলেদুলে দাঁড়িয়ে আলোর বিপরীতে
হাজার ছায়া আর ছায়াগাছ 
তাহলেও তোমার মত ছায়াগাছ 
আর পরমছায়া কোথায় ?

No comments:

Post a Comment