Friday, 30 May 2014

।। প্রাণে আমার বৃষ্টি শেষের হাওয়া ।।

বৃষ্টি  শেষে ঘুমিয়ে  রয়েছে ধ্যান
উত্তরে  খুঁজে পাই
কবিতা আজ আমার সাথে নেই
স্বপনও  প্রায় ঘুমিয়ে
মধ্যরাতের স্বাভাবিক ছন্দ

একাকী আলমোরা
আলিঙ্গনের ইচ্ছা বৃথা

ভোররাতে  ছন্দা ফেরে
শ্রাবণ যখন এগিয়ে  তার নিজস্বতায়
আমার শিয়রের কাছে এসে
স্বপ্নের মত বলেতে চায়
প্রাণে আমার বৃষ্টি শেষের হাওয়া

প্রলয় থেমেছে অনেক আগে
বরফ গলছে আস্তে  আস্তে
এখন একটু স্রোত চাই

স্রোত দাও স্রোত
পাহাড়ি নদী থমকে আছে আকাশ ছুঁয়ে
স্রোত দাও স্রোত

নিথর প্রাণ
আলোর কাছে আসতে চায়

No comments:

Post a Comment