ডিঙ্গি
স্থিরজলে ভেসেভেসে
তোমায় যে মন পেতে চায়
একটু স্রোত দাও ঢেউ দাও
ঢেউ তুমি
চলতে দাও গা ভাসিয়ে
তোমার ভালবাসা
আরও ডাউন স্ট্রিমে
মোহনার পাশে
প্রখর কিরণ যেখানে থামে
সন্ধ্যে নামার পর উষ্ণ
ঘন অন্ধকার
ছ্লাত্ছল শব্দে বিভোর
নেশায় মত্ত একটা গল্প দাও
প্রাণে অক্সিজেন আরও
চলতে থাকবে প্রতিপলে একান্তে
সময় তুমি থাকবেনা পর
নতুন দিনের কথা বলবে অবশ্যই
আপন রাজনীতির ভালভাষায়
শুধু নদীকে নয়
নদীর আপনজনের কোনো এক আপনকে
বৃষ্টি বিন্দু দিয়ে বাঁশের চারা
ধারধার দিয়ে কাশফুল
একসাথে ভালবাসে উজানে ডিঙ্গি
নদনদীর গল্প থামাও
চল কাজে নামি
ফিরে দেখি ফেলেরাখা সম্পর্ক
ক্ষণিকার মত
প্রেম যে এক বারে নেই তা নয়
আছে মাঝে মাঝে
আসে আগমনী গান
যখন ফুরসত হয়
ইচ্ছে হয়না মিথ্যে বলতে
তবু মিথ্যে আশ্রয়
শুধু নিজের জন্য গোপন ফুরসত
তারপর ডুবে যাই ডুবে যাই
একটা সময় পর আবার কিরণ
ক্যালেন্ডার দিয়ে তৈরী ভেলা
ভেসে ওঠে সেই মোহনায়
No comments:
Post a Comment