Friday, 6 June 2014

ছায়ার খোঁজে

অতীত ভুলতে নতুন নামে ডাক 
দিয়ে যদি তোমার মন ভালো হয় 
আমাকে আমার অতীতও ডিলিট
করতে হবে - সেকি সম্ভব !

জীবনের কঠিন যন্ত্রনা অতীত দিন 
ভুলে থকতে রম্য শুধু পালাতে চায় 
এমন ছায়ায় যেখানে কোনো মানুষ 
জানবেনা তার শৈশব 

রম্য ছায়ার খোঁজে পথে পথে
বিশেষ একদিন প্রেম হয়ে আসে
তার চোখের ভাষা
যখন নতুন প্রেমের নাম চলন্তিকা

No comments:

Post a Comment