Sunday, 15 June 2014

তুমি চাইলে তাই

তোমার জানালার কাছাকাছি
থাকি আমি
ল্যান্ড মার্ক উত্তরকন্যা
যার পাশে কামরাঙ্গাগুড়ি
আর কয়েক দিন পর
চার বছর হবে এখানে

তোমাকে দেখি তোমার কথা শুনি
কখনো কবিতায় দেশের পাতায়
তোমার সাদ্রি ভাষায় রবীন্দ্র স্মরণ
শুনেছি  এক বন্ধুর কাছে

ফেসবুক- তোমার জীবনের
কিছু কিছু দেখা যায়
ভালো লাগে

আজ প্রকাশ করলাম
তুমি চাইলে তাই

…খুব ভালো থেকো

No comments:

Post a Comment