Sunday, 15 June 2014

||পাথর ঠোকার শব্দ||



নিজের কাছে জানতে চাইছি
আজ কেন মন খারাপ 
অথচ কাল তুমি 
আমরা কত খুশি 

আজ এখানে সে কোথায়

সেই শব্দ অনবরত 
পোকার ডাক অবিরাম
দুটো পাথর ঠোকার শব্দ চলছেই

চালসা থেকে আরো দুরে আরও
উঁচুতে যেখানে ঝাঁনডি

নেশার ঘোরে আনন্দকে
সংগত করছে ওরা

পূর্নিমার একদিন আগের রাত
মেঘ চাঁদ আর দুরের পাহাড়
ছুয়ে ছুয়ে বলছে
তোমরা ক্ষনিকের অতিথি

No comments:

Post a Comment