Friday, 4 July 2014

পিছনে তাকিয়ে ভাবি



অনেক কথা শুনে 
নিজের কথা ভুলছি 
অনেকের অনেক দু:খ শুনে 
নিজের দু:খ ভুলছি 

আমি হালকা থাকছি
কিছু সুখকথা শুনেও 
না জড়িয়ে ভালো থাকছি
জড়ালেই মুশকিল অনুভব

মাঝেমাঝে প্রেমপ্রেম
ভরসার কথা চাওয়া
লেনদেন ভাবনা

- এগিয়ে গিয়েও ফিরে চায়
ভীরু যাযাবর মন
পিছনে তাকিয়ে ভাবি সামনের কথা...

No comments:

Post a Comment