Tuesday, 22 July 2014

স্যরি




রক্তের সম্পর্ক আজ হারিয়ে যাচ্ছে
প্রতিক্রিয়ায় অসহায় আমি একা

ভাবনার পুনর্জীবন
হারিয়ে যাচ্ছে স্যরি শব্দে
অজান্তে কেমন স্বার্থপর প্রতিক্রিয়া
আসে দেখি
আসলে ভালো লাগে খুব
কেউ জীবন দেবে তোমার জন্য?
নিজের ইচ্ছে পূরণ
স্যরি শব্দে অবগাহন
ইচ্ছে করেই কাছে যাচ্ছিনা
ইচ্ছে করেই কাছে টানছিনা
কাল রাতে কি অধিকার
প্রয়োগ করলে তুমি
তোমার সম্প্রচারিত শব্দমালা
সমান্য ভাঙ্গা গলায় শোনালেই
শোনালে তোমার সুন্দর
দিয়েছে তোমায় এই অধিকার

No comments:

Post a Comment