Saturday, 31 May 2014

পথে


দৃষ্টি পিছনে রেখে সামনে
                 এগিয়ে চলেছি দ্রুত
যান্ত্রিক গতি টানছে আমাকে

এই রেলপথে আমার   অনেক
                         অচেনা সঙ্গী
আমার গন্তব্য সিটি অফ বিউটি

আমি নির্বাক -- বহুক্ষণ
অসংখ্য দৃশ্য আমার থেকে   দুরে 
গিয়ে  মিলিয়ে যাচ্ছে অবিরাম
কিছু দৃশ্যে  রং  তুলির টান
                           অনুভব করছি
কিছু দৃশ্য শুধুই স্থির ছবি

আজও মনে আছে কিভাবে
একে অপরকে টানছে
'টেনে' চলেছি আমরা
এই পৃথিবীর পথে

মনের টানেই মোবাইল
      বেজে উঠছে বারবার
টান ফুরোলেই সিগনাল
                       যাচ্ছে হারিয়ে
-  ট্রেনের মত থেমে যাচ্ছে জীবন

গালে হাত দিয়ে ভাবছি  সব  কথা
দৃশ্য থেমে দৃশ্যান্তর

আমাকে টানছে কর্ম ভাবনা
তোমাকে টানছে প্রেম
শরীর টানছে দ্বিতীয় পুরুষ

যখন সময় প্রায় শেষ  [ক্রমশ]

Friday, 30 May 2014

।। প্রাণে আমার বৃষ্টি শেষের হাওয়া ।।

বৃষ্টি  শেষে ঘুমিয়ে  রয়েছে ধ্যান
উত্তরে  খুঁজে পাই
কবিতা আজ আমার সাথে নেই
স্বপনও  প্রায় ঘুমিয়ে
মধ্যরাতের স্বাভাবিক ছন্দ

একাকী আলমোরা
আলিঙ্গনের ইচ্ছা বৃথা

ভোররাতে  ছন্দা ফেরে
শ্রাবণ যখন এগিয়ে  তার নিজস্বতায়
আমার শিয়রের কাছে এসে
স্বপ্নের মত বলেতে চায়
প্রাণে আমার বৃষ্টি শেষের হাওয়া

প্রলয় থেমেছে অনেক আগে
বরফ গলছে আস্তে  আস্তে
এখন একটু স্রোত চাই

স্রোত দাও স্রোত
পাহাড়ি নদী থমকে আছে আকাশ ছুঁয়ে
স্রোত দাও স্রোত

নিথর প্রাণ
আলোর কাছে আসতে চায়

Thursday, 29 May 2014

।। পরমছায়া ।।

।। পরমছায়া ।।
একটি ছায়াগাছের খোঁজে আছি বহুদিন 
তোমার মত 
দেখেছি চারিদিকে অনেক গাছ 
অনেক ছায়াগাছ চা বাগিচায় 
হেলেদুলে দাঁড়িয়ে আলোর বিপরীতে
হাজার ছায়া আর ছায়াগাছ 
তাহলেও তোমার মত ছায়াগাছ 
আর পরমছায়া কোথায় ?

Wednesday, 28 May 2014

প্রেম কোথায় হারিয়ে যায়

বলেছিলাম ব্যালান্স চেক 
করে দ্যাখো তোমার জন্য 
আমার নিবেদিত প্রেম কোথায় 

উত্তর আসেনি বহুদিন 

একদিন দারুণ অগ্নি বাণ
- আমি পারছিনা 
এই উত্তরে তুমি বুঝে নাও...

তারপরও আস্থা ছিল
বলেছিলাম বৃষ্টি এনেদেব

সত্যি বৃষ্টি এল নিয়ে মৌসম
বার্তা শান্ত মন জুন মালিয়া

তারপর কিন্তু কিছু
কাকভেজা বিরক্তি
রোদহীন দিন সূর্যহীন সন্ধ্যে

নিয়ন বাতির কাছে
বাদল পোকা ওড়ে
আর খসে পড়ে পাখনা

কেবল তার বেয়ে বিন্দুবিন্দু জল
ক্ষণিক মুক্ত ধারা এক রেখায়
হারিয়ে যায় ওদের মত

গুবরে পোকা আমি

তোমার নামটা কবিতায় নিয়েছি 
- ব'লে তুমি কতকিছু ভাবছো
আমি দেখছি তোমার মনন

গুবরে পোকা আমি 
চোখ বন্ধ করে 
পৃথিবী দেখতে পাই .......

ঠিক তারপর তোমার এস এম এস 
'জীবন বলে তুমি ভুল
হৃদয় বলে তুমি ভুলোনা'

গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......

ফোন দেবে
চা পাতা সবুজ
হওয়ার একটু আগে
ভুলে সব কিছু

গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
তোমার পৃথিবী দেখতে চাই