Sunday, 15 September 2013

পথ হারিয়ে



পালানোর সুন্দর পথটা ছিল 
মাঝপথে 
কিন্তু আসল সীমানা পথ 
ভুলে সে হারিয়ে গেল 
জুলাই-এর  একদিন 
  

তারপর ফিরে এসে 
শত চেষ্ঠা বৃথা 
উল্টে ক্ষতি হলো অনেক 
অবমাননাও সহ্য করতে হল 
পথ হারানোর পর 


... প্রথাগত ক্রীতদাস 
পেশাগত আত্মসমর্পনের পথ 
ধরে স্নায়ু যুদ্ধের মন 
রাখে ইনবক্স-এ প্রতিদিন 

প্রশ্ন ভাসে 
কেন মাঝপথে পালানো হয়নি 
কেন কিসের ভুল 
তার  পোস্টমর্টেম 

আসে অজস্র মেইল 
তবু নেই প্রত্যয় আশা 
পি এম রিপোর্টও  অস্পস্ট 

যারা হাতছানি দিয়েছিল 
তাদের সেল ফোন বন্ধ 

পথ হারানোর পর 
আবার পালানোর অনির্দিষ্ট পথটা 
সে খোঁজে আজও   

No comments:

Post a Comment