Friday, 28 June 2013

পুরনো ইচ্ছে

পুরনো ইচ্ছে

কিছু শুকনো দানা এনেছিলাম ঘরে 
একদিন ওরা জলে ভিজেছিল সারাদিন 
ভুলে সারারাত আমার জন্য 

ব্যস্ততা ছিল অবশ্যই 
তারমাঝে মানসকন্যাকে 
দেখলাম 
এরপর পুরনো ইচ্ছে যেতে চাইল 
পরে খেদ এলেও লাগলো সুন্দর 
কিন্তু…

ভিজে ভিজে এরা 
অতিষ্ঠ - মাটির কাছে যেতে চায়
দু'চার জন যেন 
ছিটকে পালিয়ে যেতে চাইল 
দেখলাম 
ওরা আমার দিকে চেয়ে

একটা বিরতির পর 
ওদের ছুড়ে দিলাম 
জলজঙ্গলে মাটিতে 
তারপর অপেক্ষায় রইলো দেখা 
ভ্রুণ থেকে সবুজ শাখাপ্রশাখা 
নতুন প্রেম 


No comments:

Post a Comment