Saturday, 29 June 2013

অকারণে

অকারণে 

ভালো থেকো বললেই 
ভালো থাকা যায় !

কত ঝান্ঝাট নেমে আসে 
অকারণে অসময়ে অহেতুক 

মনে হয় ভালো আছে  আগন্তুক ! 

এই সেদিন 
মৌসম  দরজায় কড়া নাড়ল
জানলায় বৃষ্টির মিশ্রণ

স্বাগত জানিয়ে  
ভালো থাকতে পারলামকি ! 

No comments:

Post a Comment