Saturday, 29 June 2013

দ্বিচক্রযানে

দ্বিচক্রযানে 

প্রথম দৃশ্য 

মা চালক 
সন্তান আরোহী 
মায়ের মুখ সাবধানী 

দ্বিতীয় দৃশ্য 

সন্তান চালক 
মা আরোহী 
মায়ের মুখ সাবধানী 

তৃতীয় দৃশ্য 

প্রেমিক চালক 
প্রেমিকা আরোহী 
উভয়ের মুখ যেন
পথ  শেষ না হওয়ার সুর 

আলোক সম্পাতে পড়ন্ত বেলা  
শহরে কনে দেখা রদ্দুর 

No comments:

Post a Comment