কথা দিলাম
তুমি চলে যাবে যাও
সাবধানে যাও
কিন্তু আজ
আমায় ছেড়ে দাও
আমি বৃষ্টি মেখে
হেঁটেহেঁটেই যাব আজ
রাতের প্রকৃতি দেখব
মিশেযাব তরাই'র বালুকণায়
গা ভাসাবো বুড়ি-বালাসনে
দমকা হাওয়াতে
উল্টে চলুক ছাতা
চশমার কাঁচ হোক
আরও দৃষ্টিহীন
ক্ষতি নেই যদি অন্ধকারে
ঝড়োকাকও হয়ে যাই
কথা দিলাম
মেঘ ভাঙ্গা পাহাড়ি বৃষ্টিতেও
বাঁচিয়ে রাখব
তোমার লেখা...
No comments:
Post a Comment