প্রকৃত চরিত্র
বোকামি
নয়
বলতে পার পাগলামি
উত্তরে
বলেছিলাম
বিতর্কিত
এক চিঠির
প্রশ্নে
উত্তরে যখন
ঝড়
এরপর
শান্ত অথচ গম্ভীর
পরিবেশ
যেমন হয়
ঝড়
ঝাপটার পর
বোকামি
শব্দটা
ফিসফিস
করে
আঘাত
করছে চারদিক
মনস্তাপ...
ঘুমের ওষুধ চাইছে
আমি
একদশক আগে গিয়ে
ফিরে
ফিরে আসছি
আর
নিঠুরকে বলছি
ভালো
করেছ
বলিনি
পাগলামি আমার প্রাণিত
জীবন যন্ত্রনায় মুক্তি
আনে
আলোয়
আলোয়
আলেয়ার
পিছনে ছুটেছি
বহুবার
হৃদয়
টুকরো হয়েছে
ততবার
তবুও
ছুটেছি
যেমন
ছোটে আমার পরিচিত
তারও
আগে প্রেম দিয়ে বলেছিলাম
ঝড়
বয়ে গেল তবু
কোনো
ভালো নতুন নেই ...
"আবার
বলছি
এটা
তোমার বোকামি"
- বোকামি
নয়
ও আমার পাগল মন
মনখারাবি
পাগলামি
-
প্রকৃত চরিত্র
দূরভাসে
জ্ঞান এসেছিল
‘অধৈর্য
হয়ে অন্য কিছু ভেবোনা’
- পাগল
মন নিয়ে
সচেতন
কাজ করেছি
নতুন
ঠিকানা চেয়ে বেশ করেছি