Saturday, 29 June 2013

দ্বিচক্রযানে

দ্বিচক্রযানে 

প্রথম দৃশ্য 

মা চালক 
সন্তান আরোহী 
মায়ের মুখ সাবধানী 

দ্বিতীয় দৃশ্য 

সন্তান চালক 
মা আরোহী 
মায়ের মুখ সাবধানী 

তৃতীয় দৃশ্য 

প্রেমিক চালক 
প্রেমিকা আরোহী 
উভয়ের মুখ যেন
পথ  শেষ না হওয়ার সুর 

আলোক সম্পাতে পড়ন্ত বেলা  
শহরে কনে দেখা রদ্দুর 

কথা দিলাম

কথা দিলাম

তুমি চলে যাবে  যাও
সাবধানে যাও
কিন্তু আজ
আমায় ছেড়ে দাও
 
আমি বৃষ্টি মেখে 
হেঁটেহেঁটেই যাব আজ
রাতের   প্রকৃতি দেখব

মিশেযাব তরাই' বালুকণায়
গা ভাসাবো  বুড়ি-বালাসনে

দমকা হাওয়াতে
উল্টে চলুক ছাতা
চশমার কাঁচ হোক
আরও দৃষ্টিহীন
ক্ষতি নেই যদি অন্ধকারে 
ঝড়োকাকও হয়ে যাই

কথা দিলাম
মেঘ ভাঙ্গা পাহাড়ি  বৃষ্টিতেও
বাঁচিয়ে রাখব

তোমার লেখা...

এখন

এখন

আমি আর ঝগড়া করিনা
আমার মতো মানুষ গুলোর সাথে 

এখন আমি ঝগড়া করি 
শুধু তাঁর সাথে
সবাই যাকে মাথায় রাখে 
আজীবন রেখায়
অবশেষে 
         

অকারণে

অকারণে 

ভালো থেকো বললেই 
ভালো থাকা যায় !

কত ঝান্ঝাট নেমে আসে 
অকারণে অসময়ে অহেতুক 

মনে হয় ভালো আছে  আগন্তুক ! 

এই সেদিন 
মৌসম  দরজায় কড়া নাড়ল
জানলায় বৃষ্টির মিশ্রণ

স্বাগত জানিয়ে  
ভালো থাকতে পারলামকি ! 

Friday, 28 June 2013

পুরনো ইচ্ছে

পুরনো ইচ্ছে

কিছু শুকনো দানা এনেছিলাম ঘরে 
একদিন ওরা জলে ভিজেছিল সারাদিন 
ভুলে সারারাত আমার জন্য 

ব্যস্ততা ছিল অবশ্যই 
তারমাঝে মানসকন্যাকে 
দেখলাম 
এরপর পুরনো ইচ্ছে যেতে চাইল 
পরে খেদ এলেও লাগলো সুন্দর 
কিন্তু…

ভিজে ভিজে এরা 
অতিষ্ঠ - মাটির কাছে যেতে চায়
দু'চার জন যেন 
ছিটকে পালিয়ে যেতে চাইল 
দেখলাম 
ওরা আমার দিকে চেয়ে

একটা বিরতির পর 
ওদের ছুড়ে দিলাম 
জলজঙ্গলে মাটিতে 
তারপর অপেক্ষায় রইলো দেখা 
ভ্রুণ থেকে সবুজ শাখাপ্রশাখা 
নতুন প্রেম 


Wednesday, 26 June 2013

শুধু

শুধু 

আমি-ই জানিনা আমার 
আমিকে শুধু 
জানো তুমি ভালোবেসে 
একই রকম এক দশক 
দুরেদুরে থেকে ...

Saturday, 22 June 2013

আমি

আমি

বদলি হলে
শুন্যস্থান পূরণ হবে বইকি
কিন্তু সেই চরিত্র
বৈচিত্র ও ভালবাসা
ফিরে আসবেকি... 

প্রকৃত চরিত্র

প্রকৃত  চরিত্র

বোকামি নয়
বলতে পার পাগলামি
উত্তরে বলেছিলাম
বিতর্কিত এক  চিঠির প্রশ্নে
উত্তরে  যখন ঝড়

এরপর শান্ত অথচ গম্ভীর
পরিবেশ যেমন হয়
ঝড় ঝাপটার পর

বোকামি শব্দটা
ফিসফিস করে
আঘাত করছে চারদিক

মনস্তাপ... ঘুমের ওষুধ চাইছে
আমি একদশক আগে গিয়ে
ফিরে ফিরে আসছি
আর নিঠুরকে বলছি
ভালো করেছ


বলিনি পাগলামি আমার প্রাণিত
 জীবন যন্ত্রনায় মুক্তি আনে
আলোয় আলোয়

আলেয়ার পিছনে ছুটেছি
বহুবার
হৃদয় টুকরো হয়েছে
ততবার

তবুও ছুটেছি
যেমন ছোটে আমার পরিচিত

তারও আগে প্রেম দিয়ে বলেছিলাম
ঝড় বয়ে গেল তবু
কোনো ভালো নতুন নেই ...

"আবার বলছি
এটা তোমার বোকামি"

- বোকামি নয়
আমার পাগল মন
মনখারাবি পাগলামি
-   প্রকৃত  চরিত্র

দূরভাসে জ্ঞান এসেছিল
‘অধৈর্য হয়ে অন্য কিছু ভেবোনা’

- পাগল মন নিয়ে
সচেতন কাজ করেছি


নতুন ঠিকানা চেয়ে বেশ করেছি  

Saturday, 8 June 2013

যাপন

যাপন
       - নীরাজনা 

পাগল হতে বুঝি আর বাকি 
নেই 
সময় চুরি করে 
যাপন 
স্বাভাবিক জীবন 
দিন যায়...