চার দেওয়ালের কথা
- নীরাজনা
তুমি নেই বলে
রাত জেগে কবিতায় দিই ডুব
বিকল্প সুখের সন্ধানে
পরদিন দুপুরে ঝিমুনি স্বাভাবিক
আধোআধো ঘুম ভাঙে তোমার
দূরভাস
এত ঘুম কিসের !
অভিমানে আমি চেপে যাই
চার দেওয়ালের কথা
বলিনা কিছুই স্বপ্নে দেখা
আলোল জলছবি
কিভাবে শ্রাবণ শুকনো তুলি
বিচিত্র
তান প্রেম হয় নানা
বর্ণ
ভাষা
একটু সুখের জন্য চার দেওয়ালে
তানা-না-না শব্দ
No comments:
Post a Comment