Sunday, 3 March 2013

উড়ো প্রেম



উড়ো প্রেম
     নীরাজনা 
দিন ভালো থাকলে কাল যাব
তোমার কাছে

বৃষ্টি বাদলাকে ভয় নেই
ভয় সন্দেহ,  তৃতীয়  ফিসফিস শব্দ 
তোমার আমার কাছাকাছি

দিন ভালো থাকলে কাল যাব
নির্জনে

উড়ো প্রেম তবু  যায়না উড়ে
বাসা বাঁধে মনের গভীরে
- মিউটে  থাকে

জেগে ওঠে আবার একদিন
এসএমএস - আমি একা নির্জনে  

দিন ভালো থাকলে কাল অবশ্যই
যাব তোমার কাছে

No comments:

Post a Comment