Sunday, 17 March 2013

জোনাকি


জোনাকি

           -নীরাজনা 

তোমার অতলে আমার আমি যাবে
অনুমতি দাও, অপেক্ষায় আমি
কান পেতে রই

তালকাটা ভাবনায়
সৃষ্টি এল বৃষ্টির মতো
থেমে গেল, মুছে গেল
মনের ব্ল্যাকবোর্ড মুহুর্তে
সেই থেকে ছন্দ অভাবনার কাব্য


আজও আবছায়া জোনাকি
টুনিল্যাম্প বাসা বাঁধে
লিস নদীর ধারে
নিশিন্ত প্রান্তে আপাত শান্ত নীড়
কখনো নীল ধুসর 

কোমল রাগে না-গাওয়া গান 

No comments:

Post a Comment