Tuesday, 19 March 2013

চার দেওয়ালের কথা


চার দেওয়ালের কথা
-                      নীরাজনা

তুমি নেই বলে
রাত জেগে কবিতায় দিই ডুব
বিকল্প সুখের সন্ধানে

পরদিন দুপুরে ঝিমুনি স্বাভাবিক
আধোআধো ঘুম ভাঙে তোমার দূরভাস

এত ঘুম কিসের !

অভিমানে আমি চেপে যাই
চার দেওয়ালের কথা

বলিনা কিছুই স্বপ্নে দেখা
আলোল জলছবি

কিভাবে শ্রাবণ শুকনো তুলি বিচিত্র
তান প্রেম হয় নানা বর্ণ  ভাষা

একটু সুখের জন্য চার দেওয়ালে
তানা-না-না শব্দ 

Sunday, 17 March 2013

দু:সময়

ভালবাসার জায়গা আছে 
ভালবাসার লোক নেই 
ভালবাসার লোক আছে 
ভালবাসার জায়গা নেই 
ভালবাসার দু:সময় এমনই 

জোনাকি


জোনাকি

           -নীরাজনা 

তোমার অতলে আমার আমি যাবে
অনুমতি দাও, অপেক্ষায় আমি
কান পেতে রই

তালকাটা ভাবনায়
সৃষ্টি এল বৃষ্টির মতো
থেমে গেল, মুছে গেল
মনের ব্ল্যাকবোর্ড মুহুর্তে
সেই থেকে ছন্দ অভাবনার কাব্য


আজও আবছায়া জোনাকি
টুনিল্যাম্প বাসা বাঁধে
লিস নদীর ধারে
নিশিন্ত প্রান্তে আপাত শান্ত নীড়
কখনো নীল ধুসর 

কোমল রাগে না-গাওয়া গান 

Friday, 8 March 2013

দুই বন্ধু দেশ


দুই বন্ধু দেশ
    -নীরাজনা

সীমান্তে কাঁটাতারের এপারে ছুটে চলেছি
টেলিফোনের বোতাম টিপেটিপে
এক্সক্লুসিভ খবরের সন্ধানে

সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির হোটেলের বাইরে ফাটল বোমা
খবরের পেটে হিংসার ছবি
তাণ্ডব বরিশালে

আমি অবিচল লিখতে
এপারে ছুটে আসছে ওরা
হিংসার তাণ্ডব থেকে মুক্তির খোঁজে
- বলছে
শান্তির নীড়ে একটু জায়গা দাও

এখুনি রেশন কার্ডের প্রশ্ন অপ্রয়োজন

অথচ সেদিন
মুক্তি যুদ্ধের সময়, ছোটবেলায়
দেখেছিলাম সিরিঞ্জ-এর  স্তুপ
আমাদের স্কুলের মাঠে
গোলপোস্ট এর  ধারে


রাতারাতি অজস্র সরকারি খড়ের চালা
তার নিচে অগুন্তি মানুষ
বাঙাল ভাষা তখন বুঝিনা

ইস্কুলে ছুটি হঠাত কেন
সবুজ রং- সেনাবাহিনী
ভারী বুটের শব্দ  দেখি
ইস্কুলের মধ্যে হাসপাতাল

প্রথম শুনলাম অনেক অজানা শব্দ 
শরনার্থী বলে একটা শব্দ শিবির
ছবি আঁকত সেই দিনটির
একাধিক রেডক্রস ভ্যান দাঁড়িয়ে

আকাশে বোমারু  বিমান , আমি ভাবি
মেঘের গর্জন, মা বলত না
তখন আমি বুঝতামনা
কলেরা কাকে বলে

জাতীয় রাস্তার ধারে
অগুন্তি অচেনা মানুষ
মধ্য বঙ্গে বন্যা
গঙ্গা ফুঁসছে, মিশছে পদ্মায়
থৈথৈ জলে তখনও জন্মায়নি সীমান্তে
কাঁটা তারের বেড়াজাল


অথচ বহুদিন পর
ওদেশে ‘ওরা’ যখন ক্ষমতায়
প্রচুর মানুষ আশ্রয় নিয়েছিল এপারে
দাক্ষিন্যে দিনাজপুরে সেই হিংসার পর
এই কয়েক বছর আগে

আজও ছুটে চলেছি আমি, ছুটছে
সীমা সুরক্ষা বল কাঁটা তারের এপারে
দুই দেশের প্রহরী সীমান্ত বরাবর

তার মাঝখানে অনেক নদী
যেমন মরা মহানন্দা
জেগে উঠে শুধু বর্ষায়, আপন বেগে পাগল
ফিবছর ভাঙ্গে পাড়, নুয়ে যায়
কাঁটা তারের বেড়া
ভাঙ্গনে বিলীন দুদেশের সীমারেখা

-   এক করে দেয় জমি
তোমার আমার সোনার বাংলার
নতুন সীমানা
ছিটমহলের মত জেগে ওঠে আবার
এক সীমান্তে দুই বন্ধু দেশ

এবং বিকল্প ২১ মার্চ ২০১৩ সংখ্যায় প্রকাশিত  

Sunday, 3 March 2013

উড়ো প্রেম



উড়ো প্রেম
     নীরাজনা 
দিন ভালো থাকলে কাল যাব
তোমার কাছে

বৃষ্টি বাদলাকে ভয় নেই
ভয় সন্দেহ,  তৃতীয়  ফিসফিস শব্দ 
তোমার আমার কাছাকাছি

দিন ভালো থাকলে কাল যাব
নির্জনে

উড়ো প্রেম তবু  যায়না উড়ে
বাসা বাঁধে মনের গভীরে
- মিউটে  থাকে

জেগে ওঠে আবার একদিন
এসএমএস - আমি একা নির্জনে  

দিন ভালো থাকলে কাল অবশ্যই
যাব তোমার কাছে