Sunday, 15 June 2014

||পাথর ঠোকার শব্দ||



নিজের কাছে জানতে চাইছি
আজ কেন মন খারাপ 
অথচ কাল তুমি 
আমরা কত খুশি 

আজ এখানে সে কোথায়

সেই শব্দ অনবরত 
পোকার ডাক অবিরাম
দুটো পাথর ঠোকার শব্দ চলছেই

চালসা থেকে আরো দুরে আরও
উঁচুতে যেখানে ঝাঁনডি

নেশার ঘোরে আনন্দকে
সংগত করছে ওরা

পূর্নিমার একদিন আগের রাত
মেঘ চাঁদ আর দুরের পাহাড়
ছুয়ে ছুয়ে বলছে
তোমরা ক্ষনিকের অতিথি

তুমি চাইলে তাই

তোমার জানালার কাছাকাছি
থাকি আমি
ল্যান্ড মার্ক উত্তরকন্যা
যার পাশে কামরাঙ্গাগুড়ি
আর কয়েক দিন পর
চার বছর হবে এখানে

তোমাকে দেখি তোমার কথা শুনি
কখনো কবিতায় দেশের পাতায়
তোমার সাদ্রি ভাষায় রবীন্দ্র স্মরণ
শুনেছি  এক বন্ধুর কাছে

ফেসবুক- তোমার জীবনের
কিছু কিছু দেখা যায়
ভালো লাগে

আজ প্রকাশ করলাম
তুমি চাইলে তাই

…খুব ভালো থেকো

Friday, 6 June 2014

ছায়ার খোঁজে

অতীত ভুলতে নতুন নামে ডাক 
দিয়ে যদি তোমার মন ভালো হয় 
আমাকে আমার অতীতও ডিলিট
করতে হবে - সেকি সম্ভব !

জীবনের কঠিন যন্ত্রনা অতীত দিন 
ভুলে থকতে রম্য শুধু পালাতে চায় 
এমন ছায়ায় যেখানে কোনো মানুষ 
জানবেনা তার শৈশব 

রম্য ছায়ার খোঁজে পথে পথে
বিশেষ একদিন প্রেম হয়ে আসে
তার চোখের ভাষা
যখন নতুন প্রেমের নাম চলন্তিকা