দার্জিলিং
অসম মন্দির থেকে করুণা করো প্লিজ
তোমার প্রেম স্মরণে রাখি
নতজানু আশা দেবে দু:খ , দেবে উষ্ণতা
আমি সহ্য করব সব...
তোমার চোখের প্রেম কাজল জেনেও
জানি না কেন ?
মঙ্গলরূপ তুমি
তবু কেন শোক সাগরে স্নান করি ?
বিশ্ব আনন্দময় শোভাসুন্দর
কাঞ্চনজঙ্ঘা ও তার হাসির দার্জিলিং
তবু কেন দু:খ পায় আলাদা রাজ্যের দাবি
বাসনা অনুগামী আন্দোলন
মোহবন্ধ মমতা হয়েও
ছিন্ন করো কঠিন আঘাত কেন্দ্রবিন্দুতে
যখন চোখের জলে ধুয়ে যায়
আরও একটা দিন
No comments:
Post a Comment