Saturday, 13 July 2013

অবশেষে

অবশেষে 

জড়িয়ে ধরে কাঁদতে চাই কিছুক্ষণ 
তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই 

তুমি নেই বলে বিজ্ঞাপনও দিয়েছিলাম 
- কেউ সাড়া দেয়নি 
শুধু একজন বলেছিল বেশ 

একটা শালগাছকে জড়িয়ে ধরো
কাঁদ নিজের মত যতক্ষণ খুশি 

আমি আজ অবশেষে তোমার শাল বনে 
দাঁড়িয়ে  প্রকান্ড এক শালগাছের 
ছায়ায় তোমার অপেক্ষায় 
চোখে জল ধরে রেখেছি  

No comments:

Post a Comment