এই পাগলি শোন
এই পাগলি
কি করলি তুই !
এতদিন আমি কিছু মনে করলেও
বলিনি কিছুই
আজ রমজান আলি হয়ে বলছি
কি করলি তুই !?
পাগলি শোন
শ্রদ্ধা জানিয়েই তুই বললাম
কিছু মনে না করাই ভালো
- সামান্য ভালোলাগা নিয়ে
পাই
যে অধিকার
যারা তোকে সমর্থন দিয়ে
ইয়ে দিয়ে দিয়েছে
তাদের ইয়েটাকে সম্মান দিলিনা ...!
শুধু একটা একুশ মনে রাখলি
জুলাই ছাড়া ২১ ফেব্রুয়ারী
কিছুই মনে পড়লনা
২১শে আইন আর গনেশ পাইন
কিছুনা !
শোন পাগলি
শোন মুখপুড়ি শোন
দূরদর্শন দেখে দুপুর থেকে
শুধু ইস শব্দ
ইস থেকে আরো একটা বিষয়
উচু থেকে আরুচুতে যাওয়ার কি প্রয়োজন ছিল ?
আনন্দনগরীতেই খুশি আসত মসনদে তোর্
ওদের নিয়ে রাজনীতি...ই
সবার উপরে মীমাংসার লতানো পাতায়
ওরে মুখপুড়ি
এক পুলিশ বলছিল
আমাদের মন্ত্রী সময়টাকে ধরতে পারল না
উপসংহারে মুখ্যত তুই
সবাই বলছে
খ্যাপামি ছেড়ে
একটু থিতু হয়ে বোস দেখি ...
No comments:
Post a Comment