Monday, 14 January 2013

তোমার কবিতা


তোমার কবিতা 
            -- নীরাজনা 

তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

তোমার কবিতা থেকে 
তোমাকে নিলাম 

সুলেখা 
ইন্ট্রোটা আসছিল না 
এক শব্দে , এক বাক্যে ভূমিকা 
ইন ফ্যাক্ট সারাদিন 
ক্লান্ত ছিলাম 

সুলেখা 
স্বপনের মধ্যে তুমি গাছ 
তুমি আবছায়া , তুমি লেবু গাছ 
যার তলে  কাঁটা হয়ে 
আমি দাঁড়িয়ে 

সেই ছোট্ট বেলা থেকে 
কিশলয় হাতে 

সুলেখা 
তুমি কাগজি লেবুর গন্ধ 
স্বপ্নের মত একটি শব্দ আলাপ 
শুধু বিস্তার খোঁজে 
কোমল রাগে হন্যে হয়ে পদ্ম

সুলেখা 
তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

No comments:

Post a Comment