Monday, 14 January 2013

মন আমি

মন আমি 
 -- নীরাজনা 

মনের গভীর-এ হাসছে 
মন আমি 
এস এম এস-টা পেয়ে

ছোট করে লেখা 
চিঠি মোবাইল 
বহুদিন সেক্স হয়নি 

লিখেছিলাম প্রথম পৌষ-এ
দেখেছি নির্জনে তোমায় বহুবার

তুমি এসেছিলে উজান-এ
- উজার করে

বন্ধ হলো আসা
কলঙ্ক-কিত চোখ রাঙ্গানি শব্দ

ডেকেছি নির্জন-এ তোমায়
তুমি ডাক-নি

No comments:

Post a Comment