ঘ্রানছবি
- নীরাজনা
একটু ঘ্রান নিতে দাও লিঙ্গের
রমণ এর আগে
পচা ইলিশ ভাঁপার দুষ্টু গন্ধ
চুপ করে বোবা ঘুমন্ত চোখ
একটু ঘ্রান নিতে তোমার
অনুমতি দাও
প্রাণ ভরা নিশ্বাস
নিলাম আমি
আঙিনার বাইরে পুকুর পাড়ে তুমি
পায়ের পাতায় টেনসান নিয়ে দাঁড়িয়ে
উষ্ণতার জন্য ঝলমলে আলো
নয়ন গতি আনে দোলনায়
জীবন লাট খায়
নন স্টিক ফ্রাই প্যান
নীল আগুন-এ ঝালকায়
তখন তোমার আঁচল
উষ্ণ আতর জল বাষ্প পাতায়
বিন্দু বিন্দু কাজল কাটসআই
এক বিন্দু ঘ্রান আর
তুমি ঘ্রানছবি
No comments:
Post a Comment