Monday, 14 January 2013

জলছবি


জলছবি 
          -নীরাজনা

ছায়াটা আমার সঙ্গে চলে অবিরাম

যখন হাঁটি
ছায়াটাও হেঁটে চলে আমার

কি করি আমি      ভেবে না পাই
কখনও ভাবিনা আমি আমার জন্য

নেই বাবা আছে মা ভাই
বউ ছোট্ট  মেয়ে
আমার গান গায়

আমি যখন হাঁটি
দিনরাত হেঁটে চলে
আমার জল ছবি

মায়ার খেলা
আমার ছোট্ট সংসার

আমার ছয়পথ হাঁটে দিনরাত

তোমার কবিতা


তোমার কবিতা 
            -- নীরাজনা 

তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

তোমার কবিতা থেকে 
তোমাকে নিলাম 

সুলেখা 
ইন্ট্রোটা আসছিল না 
এক শব্দে , এক বাক্যে ভূমিকা 
ইন ফ্যাক্ট সারাদিন 
ক্লান্ত ছিলাম 

সুলেখা 
স্বপনের মধ্যে তুমি গাছ 
তুমি আবছায়া , তুমি লেবু গাছ 
যার তলে  কাঁটা হয়ে 
আমি দাঁড়িয়ে 

সেই ছোট্ট বেলা থেকে 
কিশলয় হাতে 

সুলেখা 
তুমি কাগজি লেবুর গন্ধ 
স্বপ্নের মত একটি শব্দ আলাপ 
শুধু বিস্তার খোঁজে 
কোমল রাগে হন্যে হয়ে পদ্ম

সুলেখা 
তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

মন আমি

মন আমি 
 -- নীরাজনা 

মনের গভীর-এ হাসছে 
মন আমি 
এস এম এস-টা পেয়ে

ছোট করে লেখা 
চিঠি মোবাইল 
বহুদিন সেক্স হয়নি 

লিখেছিলাম প্রথম পৌষ-এ
দেখেছি নির্জনে তোমায় বহুবার

তুমি এসেছিলে উজান-এ
- উজার করে

বন্ধ হলো আসা
কলঙ্ক-কিত চোখ রাঙ্গানি শব্দ

ডেকেছি নির্জন-এ তোমায়
তুমি ডাক-নি

Sunday, 13 January 2013

ঘ্রানছবি


ঘ্রানছবি 
              - নীরাজনা

একটু ঘ্রান নিতে দাও লিঙ্গের 
রমণ এর আগে 

পচা ইলিশ ভাঁপার দুষ্টু  গন্ধ 
চুপ করে বোবা ঘুমন্ত চোখ 

একটু ঘ্রান নিতে তোমার 
অনুমতি দাও 

প্রাণ ভরা নিশ্বাস 
নিলাম আমি  
আঙিনার বাইরে পুকুর পাড়ে তুমি 
পায়ের পাতায় টেনসান নিয়ে দাঁড়িয়ে 


উষ্ণতার  জন্য  ঝলমলে  আলো 
নয়ন  গতি আনে দোলনায় 
জীবন লাট খায় 

নন স্টিক ফ্রাই প্যান
নীল আগুন-এ ঝালকায়

তখন তোমার আঁচল 
উষ্ণ আতর জল বাষ্প পাতায় 
বিন্দু বিন্দু কাজল  কাটসআই 

এক বিন্দু ঘ্রান  আর
তুমি  ঘ্রানছবি