জলছবি
-নীরাজনা
ছায়াটা আমার সঙ্গে চলে অবিরাম
যখন হাঁটি
ছায়াটাও হেঁটে চলে আমার
কি করি আমি ভেবে না পাই
কখনও ভাবিনা আমি আমার জন্য
নেই বাবা আছে মা ভাই
বউ ছোট্ট মেয়ে
আমার গান গায়
আমি যখন হাঁটি
দিনরাত হেঁটে চলে
আমার জল ছবি
মায়ার খেলা
আমার ছোট্ট সংসার
আমার ছয়পথ হাঁটে দিনরাত