Saturday, 5 October 2013

আসল কথা



জাস্ট  পাঁচশো টাকায় একটা  শরীর
ভাবিনি দিতে  রাজি হবে
নাম  জানিনা যার

জীবনে  এই প্রথম

কল্পনাও করিনি একটা  চুক্তি
হবে মহালয়ার ভোর ফুরিয়ে

আঠারো  বছর পর

পুজোর বাজার আসল কথা
উঠলো শরীর জুড়ে

অমাবস্যা কাটিয়ে পঞ্চমীর
আলোতে আসার কথা হল

পুরো বায়না গুঁজে  দিলাম সন্ধিস্থলে

বুকের মাঝে ঢিপঢিপ
রিস্ক নেওয়ার বিপ

দুজনের




No comments:

Post a Comment