স্মৃতির পিছনে
দেখেও দ্যাখোনি একযুগেরও আগে
আমি রাজবেশে চলেছি
একা ভাসানে
মায়ের পিন্ডদান
সুতির ধুতি সিল্কের পাঞ্জাবি
রাজমহলের পথে
শিমুলতলায় তোমাররূপ দেখে বিস্মিত
আমি হাঁটছি স্মৃতিরপিছনে
ও ডুমনি ঘরের বালিকাবঁধু
একদিন বারবার চেয়ে থাকা
ফ্লাইওভারে ওর প্রথম সংসার
কাঠের আগুনে পোড়া হাঁড়ি
কড়াই মাজাঘষার
লড়াই
খুব সকালে সাইকেলে টিউশান
যেতাম
আজ ফিরে চায় মনের অবকাশ
আজ আমার মায়ের মৃত্যুর এক বছর
আশ্বিনের রোদ্দুর তখন সত্যি উপেক্ষিত
স্মৃতিতে তোমার দুধেআলতা আঙ্গুল
পুড়ে যায়
ফুটন্ত
হাঁড়ির জল আর ভাত
বিরামহীন
সুনদারাম নির্বিকার বাঁশের ঝুড়িতে
চোখের মণিতে আজ ভাসে
পরিপূর্ণ রূপ লাবন্য একযুগ পর
পীতবর্ণা গৌড়বঙ্গের পুরাতন সিল্ক শাড়ি
উজ্জ্বল উচ্ছল কাঠামো
দেবীর মত
উনিসেফ'র আইরন ট্যাবলেট মিথ্যে
হার মানে স্কুলের শেখা বুলি
আমার খুব আনন্দ তখন
রাজবেশে ডুমনি মেয়ের ভাললাগা
স্বীকৃতির অপেক্ষা
- আর একবার ফিরে সে দেখবে না
প্রেমাদ্র চোখের রেখা সত্যি দেখেছিল
আরো একবার বহুদিন পর
সুন্দর অভিভুত সিঁথি
সেই উজ্জ্বল রং