Saturday, 27 April 2013

ইচ্ছে মুখোশ


ইচ্ছে মুখোশ

- নীরাজনা 

অভিনয় করতে ইচ্ছে করছে খুব 
মা মাটি মানুষ ও নানা চরিত্রে 

রিপোর্টার-এর অভিনয় আর  নয়  
এখানে আরও নয়
সারদা কান্ড পড়ছি  মনদিয়ে 

বছর পেরিয়ে গেল চা বাগানে 
তবু মহানগর যাওয়া হলোনা 


এমন কোনো পথ বা পথিক 
কেউ নেই এখন মহানগর-এ
আমার জন্য
ভালবাসা - মদের গ্লাস্-এ তলানি     

সাহস করে একটু আধটু বলেছি 
পরিচিত দু'এক জনকে -  'পথ দেখাবে'
যাদের ইচ্ছে মুখোশ সহজে
ইচ্ছে মতো মিষ্টি কথার চুমুক   

চরিত্র গুলো কে চিনতে পারিনি 
অভিনয়ের আগে 

অভিনয় করতে ইচ্ছে করছে খুব 
সাদা কালো রং-এ 

একটা গলি থেকে রাজপথ খুঁজতে 
মুখোশ চাই...  চাই  অভিনেতা
- পথ  চেনাবার   পথিক  

মহানগরে  মুখোশ হতে ইচ্ছে করছে খুব 

Sunday, 7 April 2013

বিচ্ছিন আমি


বিচ্ছিন আমি 
- নীরাজনা

মেঘ বৃষ্টি জল 
আমি তুমি সে 
সেই ছেলেবেলার স্মৃতি 
ঝুপড়ি বাঁশের খুটিতে 
প্রথম দ্বিতীয তৃতীয় 

লিটল ম্যাগ মিট
কতিপয় শ্রোতার সামনে 
কবিতা গল্প পাঠ - উত্তরের পার্কে 

মনে পড়ে যায় তোমার কথা 
তুমি আমি এক টেবিলে বিন্দিয়া 
সে তথন আসেনি - সময়ের নির্দেশ 

দুটো চরিত্র নিয়ে টানাটানি
গর্ভবতী বউ আর সেই গাভী
                          গৃহপালিত 

তখন সন্ধে রাত 
হোম দেলেভেরি সাবজেক্ট 
যোনিতে রক্তক্ষরণ অঝোরে 
                       গল্পের রং 
জন্ম দেয় উন্মাদনা 
রাজবংশী আর্তনাদ 
মাজরাতে আঁড়-বাঁশি বাজে 
আরও দুরে হরিনাম 

তুমি মূল্যহীন 
প্রাণ হারিয়াছ তুমি ও সে 
-- দাইমা কান্দে 
জন্মায় বকনা বাছুর 
বুড়ি পিসি কড় গোনে 

চোখে আসে জল 
বাষ্প বিলীন 
জীবন অঙ্ক ভাগ 
-যোগ বিয়োগ 
বিচ্ছিন আমি 

প্রকাশিত ১৮ জানুয়ারী ২০১৩ 
গ্রন্থনা 
মালদা বই মেলা ২৪ বর্ষ