Thursday, 18 December 2014

সার্কাস

||সার্কাস||

কাগজে মুখ দেখে মন্তব্য
- কি মুখশ্রী
কন্যাশ্রী ব্যাপারটাই হারিয়ে গেছে
দিল্লি গিয়ে
কিছু হবে!

সার্কাস সার্কাস
রিং মাস্টার কোথায় !
দেখাই যাচ্ছে না 

সেই বাঘের খেলা এখন বন্ধ
আইন আইনের পথে চলেবে !

বড় বাঘ খেলার মাঠ ছেড়ে
খাঁচা বন্দি অবশেষে
অন্যেরা আতঙ্কে

রিং মাস্টার
আরো দূরে দূরে
অজানার দিকে তাকিয়ে 

সার্কাস মালিক
"অচেনাকে  ভয় কি আমার ওরে "...

দেখি না  একবার দিল্লি গিয়ে ...

Thursday, 4 December 2014

প্রেম দিলেনা প্রিয়

ঘরের কোণে প্রেম দিলেনা প্রিয় 

প্রেম দিলে বহুদূর 


কিভাবে যাই তোমার শান্তিনিকেতন 


আমার বোলপুর।