Sunday, 24 August 2014

সুর্যস্তেব্র পরও স্বচ্ছ

আমি ভালো আছি 
জীবন ভালো নেই 

আমি আর জীবনের মধ্যে 
ফারাক কোথায় কতটুকু

সারাদিন এই প্রশ্ন 
এমনকি সুর্যস্তেব্র পরও স্বচ্ছ 
গ্লাস্সের তলানিতে ভাসে

| যা ইচ্ছে তাই |



সময় বলবে যা ইচ্ছে তাই 
তোমার আমার সম্পর্কের
অবস্থানটা ঠিক কোথায় 

ভাবনায় আমি আজ ভারী অদ্ভুত 
- দুরের মানুষ কাছে আসছেনা 

ভালোলাগার মানুষগুলো 
স্যরি, ভালোলাগার প্রাণ
শুধু দূরে দূরেই রয়ে যাচ্ছে সারাদিন

দিনশেষে ভালবাসা ক্রমশ হারিয়ে
যাচ্ছে তাই 

Monday, 11 August 2014

স্বাধীনতা

বহুদিন পর এলো 
সেই স্বাধীনতা একদিন
বেরিয়ে পড়লাম
দুটো রেখা ছুঁয়ে 
পদাতিক যেমন যায় 
অবশ্যই নেমে যাব 
কোনো এক স্টেশন-এ 
যেখানে নিশ্চিত 
হৃদয়ে হৃদয়