Saturday, 16 November 2013

শোভাবৈষ্টমি




জীবনের প্রায় শেষপ্রান্তে
দাঁড়িয়ে বৈষ্টমি শোভা
জীবন বাঁচাতে আজ ভিক্ষাবৃত্তি
যৌবন গিয়েছে কবে মনে নেই

বাকিজীবন চলবে এইমনে
হলদিবাড়ি লোকাল-
প্রতি শনিবার
রাণীনগর থেকে শিলিগুড়ি

এক মুঠো চালডাল
যেখানে দাঁড়িয়ে থাকে হাজারো
বৈষ্টমির অপেক্ষায়
হাতেহাতে আমাদের

বাকি দিন নাতির ঘরে বসে
বেঁচেথাক  টিভি দ্যাখা
প্রকাশ হোক শেষ   ইচ্ছে

আরও  কিছুদিন