মা নেই বলে
আমরা হয়ত মদ খেতে খেতে
মরে যাব একদিন বাগান শ্রমিকের মত
মা নেই বলে
মাটি হয়ে যাবে শব
মানুষ থাকবে ডেথ সার্টিফিকেট এ
লিভার সিরোসিস হয়ে
মা বেঁচে থাকতে একটা নিয়ন্ত্রণ ছিল
দিদির হাতেই ছিল বিরোধিতার রাশ
মনে পড়ে রাজস্ব বাড়ানোর অসীম পন্থা
পান্তা ভাতে আরো একটু পেঁয়াজ দিয়ে
ভুখা পেটের শান্তি
মেদিনী কাঁপানো দিদির প্রতিবাদ ছিল
নিরামিষে আমিষের মত
আজ সব একাকার
মা নেই বলে
নারীর দল লাঠি ঝাঁটা নিয়ে
বলছে ছি ছি ছি
এখন আর অফ লাইন অন লাইন
অফ শপ অন শপ
বলে কিছু নেই
সবই এখন অন
পানশালার গা ঘেঁষে পান-ঘর
বসে খাও নয় ঘরে নিয়ে যাও
পূর্ণ স্বাধীনতা
এরপর সংযোজন দেশ প্রেম
মানে কান্ট্রি স্পিরিট
অফ সপ থেকেই মিলবে
ফিফটি আপ সেভেন্টি আপ
মা নেই বলে নেই
আপ ইন আর্মস