Friday, 2 January 2015

আজ



এ কোন পয়লা জানুয়ারী
নেই শীত, কুয়াশা
নেই রোদের জন্য অপেক্ষা
আছে ফাগুনে রোদ, চৈতি হাওয়া
অথচ নেই উত্তরকন্যার
সামনে পলাশ ফুলের দল ...

Thursday, 18 December 2014

সার্কাস

||সার্কাস||

কাগজে মুখ দেখে মন্তব্য
- কি মুখশ্রী
কন্যাশ্রী ব্যাপারটাই হারিয়ে গেছে
দিল্লি গিয়ে
কিছু হবে!

সার্কাস সার্কাস
রিং মাস্টার কোথায় !
দেখাই যাচ্ছে না 

সেই বাঘের খেলা এখন বন্ধ
আইন আইনের পথে চলেবে !

বড় বাঘ খেলার মাঠ ছেড়ে
খাঁচা বন্দি অবশেষে
অন্যেরা আতঙ্কে

রিং মাস্টার
আরো দূরে দূরে
অজানার দিকে তাকিয়ে 

সার্কাস মালিক
"অচেনাকে  ভয় কি আমার ওরে "...

দেখি না  একবার দিল্লি গিয়ে ...

Thursday, 4 December 2014

প্রেম দিলেনা প্রিয়

ঘরের কোণে প্রেম দিলেনা প্রিয় 

প্রেম দিলে বহুদূর 


কিভাবে যাই তোমার শান্তিনিকেতন 


আমার বোলপুর।




Friday, 21 November 2014

শুন্যস্থান


এমন স্বপ্ন দেখিনি বহুদিন
আমার তিন-কে-এক করে
দেব একদিন
আজ দেখছি স্বপ্ন পুরাণের দিকে
জীবনের শুন্যস্থান খুঁজে চলেছে
আভা
সূর্য গ্রহণের পর আলো

Thursday, 20 November 2014

ক্ষনিকের সহবাস


যার সঙ্গে আমার ক্ষনিকের সহবাস
এখন তার মধ্যে আমি মাঝেমাঝে
এক স্কুল ছাত্রের স্বভাব দেখতে পাই

ভালো লাগে খুব
নিচ্ছি আবার দ্যাখার প্রস্তুতি

Thursday, 13 November 2014

আমৃত্যু প্রেম


আমৃত্যু প্রেম
জন্মদিনে আমরা এই  পৃথিবীতে অতিথি।
আমরা, যারা আজ পাঁচ দশক  পেরিয়েছি,
নিজেদের এখন  আর অতিথি বলি না বোধহয়।
কিন্তু অজস্র মায়াজাল আর টান  নিয়েও 
আমার পৃথিবীতে আমি আজও অতিথি।
যখন আতিথেয়তায় আত্মীয়তা খুঁজে পাই,
আমি বিপরীত শব্দে থাকি।
কিছু সময়।
প্রেমের অর্থ বুঝতে সময় লেগেছে অনেক।
একান্ন  বসন্ত  পার ।
অথচ কামের  সাথে অতিদ্রুত  পরিচয়।  
কতটা সফল বলছিনা।
তবে কামকাজ  নিয়েই আছি।  আজও।
আর কত দিন। 
মাতৃগর্ভে দেখব সেই  স্মৃতি। 
বুঝে-না-পাই।   
শরীরে শরীর শিশিরে শিশির মিললেও অতিথি !
সব নদীর ঢেউ একনয়। জানি। 
- কামকাজে অবসর শব্দটাকে অভিধানে রাখতে চাইছি না। 
চাইছি   আমৃত্যু প্রেম। করণীয় কাজ।

Monday, 10 November 2014

মা নেই বলে নেই আপ ইন আর্মস

মা নেই বলে
আমরা হয়ত মদ খেতে খেতে
মরে যাব একদিন বাগান শ্রমিকের মত
মা নেই বলে
মাটি হয়ে যাবে শব
মানুষ থাকবে ডেথ সার্টিফিকেট
লিভার সিরোসিস হয়ে

মা বেঁচে থাকতে একটা নিয়ন্ত্রণ ছিল
দিদির হাতেই ছিল বিরোধিতার রাশ

মনে পড়ে রাজস্ব বাড়ানোর অসীম পন্থা
পান্তা ভাতে আরো একটু পেঁয়াজ দিয়ে
ভুখা পেটের শান্তি

মেদিনী কাঁপানো দিদির প্রতিবাদ ছিল
নিরামিষে আমিষের মত
আজ সব একাকার

মা নেই বলে

নারীর দল লাঠি ঝাঁটা নিয়ে
বলছে ছি ছি ছি
এখন আর অফ লাইন অন লাইন
অফ শপ অন শপ
বলে কিছু নেই
সবই এখন অন

পানশালার গা ঘেঁষে পান-ঘর
বসে খাও নয় ঘরে নিয়ে যাও
পূর্ণ স্বাধীনতা

এরপর সংযোজন দেশ প্রেম
মানে কান্ট্রি স্পিরিট
অফ সপ থেকেই মিলবে
ফিফটি আপ সেভেন্টি আপ

মা নেই বলে নেই
আপ ইন আর্মস